বোটান🌜িক্যাল গার্ডেনে প্রবেশ ফি বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক বলে ♐মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার (৪ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলে♛ন।
সাবের হোসেন চৌধু✃রী বলেন, কোনোভাবেই বোটানিক্যাল গার্ডেনে প্রবেশের বিষয়টিকে বাণিজ্যিকভাবে দেখা উচিত নয়। এ বিষয়ে পুনরায় বিবেচনা করা হবে।
এর আগে, ২১ এপ্রিল পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের বন অধিশাখা-১ থেকে রাজধানীর মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার𒁃্ডেন ও ওয়ারীর বলধা গার্ডেনের প্রবেশ ফি বাড়ানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
৪ জুলাই থেকে নতুন এই🃏 সিদ্ধান্ত কার✤্যকর হবে বলে ওই প্রজ্ঞাপনে জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ১২ বছরের বেশি বয়সীদের বোট🌠ানিক্যাল ও বলধা গার্ডেনে প্রবেশে ১০০ টাকা ফি দিতে হবে। ১২ বছরের কম বয়সীদের গুনতে হবে ৫০ টাকা। এছাড়া দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সফরে আসা প্রতি ১০০ শিক্ষার্থীকে একহাজার টাকা ফি দিতে হবে। এর ব♎েশি শিক্ষার্থী হলে দেড় হাজার টাকা দিতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই দুই উদ্যানে প্রবেশে বিদেশি পর্যটকদের এক হাজার টাকা বা এর সমমূল্যের ইউএস ডলার দিতে হবে। তাছাড়া, নি꧃য়মিত যারা এই দুটি উদ্যানে হাঁটতে যান তাদেরকে বাৎসরি꧋ক একটি প্রবেশ কার্ড করতে হবে। এই কার্ডের জন্য তাদের ৫০০ টাকা ফি দিতে হবে।