কমলাপুর রেলস্টেশন থেকে বের হওয়ার পথে গেটের ওপরে লাগানো ডিজিটাল স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভেসে আসার ঘটনার দায়িত্বরত ঢাকা বিভাগীয় রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোবারক হোসেনকে চꦯাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরি𓃲ফ।
মোহাম্মদ মহিউদ্দিন আরিফ বলেন, “স্ক্রিন বোর্ড কন্ট্রোলের দায়িত্বে থাকা প্রকৌশলীকে দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় রেলওয়ে থানায🎐় একটি মামলাও করা হয়েছে।”
এর আগে শনিবার (২৬ অক্টোবর) সকালে ঢাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚকা রেলওয়ে স্টেশনের বাহির গেটের (এক্সিট গেট) ওপরের এলইডি সাইনবোর্ডে দেখা যায়, ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা বারবার ভেসে আসছে। ভোর ৫টা ৫৭ মিনিট থেকে সকাল ৯টা ৫১ মিনিট পর্যন্ত লেখাটি স্ক্রিনে প্রদর্শিত হয়। এরপর রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি অবগত হও𒁏য়ার পর স্ক্রিন দুটি বন্ধ করে দেয়।
এই স্ক্🥃রিনে সবসময় যাত্রীদের জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া থাকত এবং রেলওয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হতো। বিষয়টি দেখে স্টেশন থাকা যাত্রীরা যেমন🐼 অবাক হয়েছেন, তেমনই অবাক হয়েছেন স্টেশন তথা রেলওয়ের কর্মকর্তারা।