রাষ্ট্রবিরোধী শক্তি দেশের উন্নয়ন অভিযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী🍰 মো. নজরুল ইসলাম চৌধ🧔ুরী।
বৃহস্পতিবার (১ আগস্ট) &nb൩sp;শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন💯।
সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম চৌধুরী বলেন, “বিভিন্ন কুচক্রী ও স্বার্থান্বেষী মহল, স্বাধীনতার চেতনাবিরোধী বিএনপি ও তাদের দোসর জঙ্গি জামায়াত-শিবির দুষ্টচক্র ছাত্রদের এই আন্দোলনে অনুপ্রবেশ করে সারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি ক𒅌রেছে। এর ফলে সৃষ্ট অচলাবস্থার কারণে প্রধান রপ্তানি খাত গার্মেন্টসসহ অন্যান্য শিল্পের উৎপাদন ব্যাহত হয়েছে। তবে প্রধানমন্ত্রীর সময়োচিত দৃঢ় সিদ্ধান্ত ও নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”
শ্রম প্রতিমন্ত্রী বলেন, “শেখ হাসিনার নে🤡তৃত্বাধীন সরকারের সুদূরপ্রসারী সিদ্ধান্ত গ্রহণের ফলে দেশ প্রবৃদ্ধি এব♛ং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছে।”
এছাড়াও শ্রম প্রতিমন্ত্রী শিল্পপ্রতিষ্ঠানের মালিౠকদের সহিংসতায় কোনো শ্রমিক শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলে তাদের পরꦓ্যাপ্ত সহায়তা প্রদানের ব্যবস্থা করতে অনুরোধ করেন এবং ভবিষ্যতে এরূপ অনাকাঙ্ক্ষিত পরিবেশ যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকারি-বেসরকারি-মালিক উদ্যোক্তাদের সচেতন থাকতে বলেন।
মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থ💯ান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেౠনসহ বিভিন্ন মালিক সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।