• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


স্বপ্ন বাড়ি যাচ্ছে ট্রাকে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৫, ২০২৪, ০৬:৩৯ পিএম
স্বপ্ন বাড়ি যাচ্ছে ট্রাকে
ট্রাকে করে বাড়ি ফেরা। ছবি: সংবাদ প্রকাশ

বেসরকারি বা প্রাইভেট ফার্মের চাকরিজীবী আর পোশাဣক শ্রমিকদের শেষ অফিস হয়েছে শনিবার (১৫ জুন)। অফিসে হাজিরা দিয়েই অনেকে ধরেছেন বাড়ির পথ। যাদের আগে থেকে ট্রেন বা বাসের টিকিট কাটা ছিল না তারা নিজেদের নিয়তির ওপর ছেড়ে দিয়ে ঘর থেকে বের হয়েছেন। যাদের কপাল ভালো তারা রাস্তায় কোনোরকমে বাস বা ট্রাক ধরে ফেলছেন। কেউ ক𒐪েউ আবার ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছেন সড়কের পাশে।

তাদের মধ্যে তরুণদের অবস্থা অনেকটা বেপরোয়া। তারা বাড়ি যাবেই যেকোনো ভাবে। এমনি দুই একজনকে দেখা গেছে, ট্রাক আটকে উঠে ♍পড়তে। চালকের হাতে বাড়তি টﷺাকা গুঁজে দিয়ে পাশের আসনেই বসে পড়ছেন। অনেকেই আবার বাসে ঝুলে ঝুলেও ফিরছেন।

চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী ১৬-১𓆏৯ জুন পর্যন্ত ঈদুল আজহার নির্ধারিত সরকারি ছুটি। সেই সঙ্গে যোগ হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। সব মিলিয়ে চাকরিজীবীরা এবার ছুটি পাচ্ছেন পাঁচদিন। এই ছুটি পরিপূর্ণভাবে কাটাতে বৃহস্পতিবার অফিস শেষ করেই বাড়ি ছুটেছেন অনেকে। তবে যারা বেসরকারি বা প্রাইভেট ফার্মে বা পোশাক কারাখানায় কাজ করেন তারা বের হয়েছে শনিবার (১৫ জুন)।

কয়েকজন তরুণ চাকরিজীবী বললেন, শনিবার বাধ্যতামূলক অফিসে আসতে হবে। সেজন্য কোনোরকমে অফিসে হাজিরা দিয়েই তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে পথে বেরিয়ে বিপদে পড়েছেন। বাধ্য হয়ে, ট্রাক চালকদের ধরতে হচ্ছ𓂃ে। তাদের অনেকেই দূরের কোনো জেলায় যাচ্ছেন। জেলায় জেলায় মিলে গেলেই উঠে পড়ছেন ট্রাকে। এজন্য চালকদের খুশিও করতে হচ্ছে।

Link copied!