• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কোনো দেশের দেওয়া স্যাংশন কেয়ার করি না: ওবায়দুল কাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১৪, ২০২৪, ১২:৫৯ পিএম
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাধারꦍণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা কোনো দেশের স্যাংশন বা ভিসানীতি কেয়ার করি না।’ 

মঙ্গলবার (১৪ মে) সকালে সচিবালয়ে সমসাময়িক ব🔥িষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের করা এক 💝প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে করা এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, “আমরা কাউকে দাওয়াত করে আনিনি। দুই দেশের বিভিন্ন বিষয়ে কথা বলতে এসেছেন ডোনাল্ড লু। তাকে নিয়ে এতো মাতাಞমাতি কেন? আমরা কোন দেশের স্যাংশন বা ভিসানীতি কেয়ার করি না।”

রাজধানীতে চলমান রংচটা ও পুরোনো যানবাহন বন্ধ করা হবে কী না—এমন প্রশ্নের উত্তরে সড়ক ও পরিবহন মন্ত্রী বলেন, “আগে গণপরিবহন আরও বাড়াতে হবে। এরআগে পুরোনো পরিবহন বাদ দেওয়া সম𒅌্ভব নয়।”

তিনি বলেন, “ইলেক্🔜ট্রিক বাসের কথা আমরা বিবেচনা করছি। ইলেক্ট্রিক যানবাহন উৎসাহিত করার আগ্রহ আছে সরকারের। ভারত বা চীন বুঝি না, যেখানে বেশি টেকসই গাড়ি পাওয়া যাবে সেখান থেকে গণপরিবহনের জন্য বাস আমদানি করা হবে।”

ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক-মহাসড়কে যানবাহনের গতিসীমা নির্ধারণ করে দেওয়া সঠিক। আমরা এই উদ্যোগ দ্রুত বাস্তব✃ায়ন করব এবং কঠোর হব।’

তিনি বলেন, “বিএনপির লোকেরাই ভারতীয় পণ্য বয়কট করবে না। ভারতী🃏য় পণ্য বয়কটের প্রসঙ্গ একটা উদ্ভট ও ব্যর্থ চেষ্টা। সবকিছুতে ব্যর্থ হয়ে খড়কুটো নিয়ে বাঁচতে চাচ্ছে বিএনপি। আন্দোলন সফল করা বিএনপির দিবাস্বপ্ন। বিএনপির কর্মীরা এত হতাশ যে নেতাদের ওপর কোনো আস্থা নেই।”

বিএনপির লোকেদের বিচার করতে সরকার বিশেষ ট্রাইব্য🍒ুনাল গঠন করছে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য জ্বলন্ত মিথ্যাচার বলেও জানান ওবায়দুল কাদের।

Link copied!