দ্বাদশ জাতীয় সংসদ꧟ নির্বাচনে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাইনুল হোসেন খান নিখিলের পক্ষে গণসংযোগ ও প্রচারণায় নেমেছেন অভিনেতা ও প্রয💫োজক মনোয়ার হোসেন ডিপজল।
শনিবার (🤪২৩ ডিসেম্বর) বেলা সাড়𝔍ে তিনটায় রাজধানীর গাবতলী পর্বতা সিনেমা হলের সামনে ডিপজলকে সঙ্গে নিয়ে নির্বাচনী পথসভাটি গাবতলী, দারুসসালাম ও দিয়াবাড়ি এলাকা প্রদক্ষিণ করে।
পথসভায় ডিপজলের স𝐆ঙ্গে নিখিলসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এর আগে সকাল ১০টায় মিরপুরের রূপনগরে ডিএনসিসির ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ত🌜োফাজ্জল হোসেন টেনুর উদ্যোগে কামাল আহমেদ মজুমদার স্কুল অ্যান্ড কলেজে𝓰 এক নির্বাচনী জনসভায় যোগ দেন নিখিল।
এছাড়া বিকেলে মিরপুর ১ নম্বর মুক্তিযোদ্ধা মার্কেট ব্যবসায়ী সমিতির আয়োজনে এক মতবিনিময় সভা করেন নিখ🌱িল।
একই আসনে ট্রাক প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন, স্বতন্ত্র প্রার্থী সাবিনা আক্তার তুহিন, কেটলি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান ও লাঙ্গল প্রতী﷽কের মো. আলমাস উদ্🐎দিন।