দেশের ‘রিজার্ভ সংকট’ দূর করꦿতে গভীরভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে অর্থ উ♊পদেষ্টা ও বাজার-সংশ্লিষ্টদের সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
আহসান এইচ মনসুর বলেন, “▨ব্যাংক একীভূত করার কাজটি অপরিণতভাবে করা হয়েছিল। ব্যাংক খাতের সংস্কারে একীভূতকরণও রয়েছে, সেটা বাকি অন্যান্য দিকের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হবে।”
মূল্যস্ফীতি প্রসঙ্গে আহসান এইচ মনসুর বলেন, “চাঁদাবাজি বন্ধ করতে হবে। উৎপাদন ও সরবরাহ প্রণালি যথাযথ রাখতে হবে। 🍃তাহলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব।”