• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


খতনা করতে গিয়ে শিশুর মৃত্যু, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০১:৫২ পিএম
খতনা করতে গিয়ে শিশুর মৃত্যু, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

রাজধানীর মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্🌸টারে স🗹ুন্নতে খতনা করাতে এসে লাশ হয়ে বাড়ি ফিরল আহনাফ তাহমিন আয়হাম নামের এক শিশু। এ ঘটনায় অনুমোদন ছাড়া অ্যানেস্থেসিয়া ব্যবহার করায় ডায়াগনস্টিক সেন্টারটিতে তালা ঝুলিয়ে সিলগালা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগ জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে এসে সাংবাদিকদের ཧএ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হ🥂াসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান।

অধিদপ্🐻তর জানিয়েছে, অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য হাসপাতালের অনুমোদন প্রয়োজন হয়, কিন্তু এই হাসপাতালের শুধুমাত্র ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন আছে। যে কারণে তাদের অ্যানেস্থেসিয়া প্রয়োগের কোনো সুযোগ নেই।

এর আগে মঙ্🦹গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে ভুল চিকিৎসার কারণে শিশু তাহমিন আয়হামের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে পরিবার।

এ ঘটনায় শিশুটির বাবা ফখরুল আলম বাদী হয়♚ে হাতিরঝিল থানায় এ মামলা করেছেন। মামলায় কর্তব্য অবহেলায় মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। এরইমধ্যে হাসপাতালটির চিকিৎসক ডা. এস এম মুক্তাদির ও ডা. মাহবুব ন🎐ামে দুজনকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।

জ♒ানা গেছে, মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চে🐓কআপ সেন্টারে অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডা. এস এম মুক্তাদিরের তত্ত্বাবধানে মঙ্গলবার রাতে সন্তানকে সুন্নতে খতনা করাতে আসেন শিশু আয়হামের বাবা ফখরুল আলম ও মা খায়কুন নাহার চুমকি। রাত ৮টার দিকে খতনা করানোর জন্য অ্যানেস্থেসিয়া দেওয়ার পর আর ঘুম ভাঙেনি আহনাফের। এর ঘণ্টাখানেক পর হাসপাতালটির পক্ষ থেকে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

স্ব♌জনদের অভিযোগ, লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার কথা থাকলেও ফুল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় আহনাফকে। যে ক🤪ারণে তার জ্ঞান ফেরেনি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!