দেশে দারিদ্র্যের হার কমলেও𒉰 গত ছয় বছরে পরিবার প্রতি খরচ ൩দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বুধবার (১২ এপ্রিল) বিবিএস এ তথ্য প্রকাশ করে। এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ সংশ্লিষ্ꦛটরা উপস্থিত ছিলেন।
বিবিএসের তথ্যমতে, পরিবারপ্রতি খরচ বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৫০০ টাকা। এ জরিপের স༺ময়কাল ২০২২ সাল। সর্বশেষ যখন ২০১৬ সালে হাউজহোল্ড🌱 ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে (এইচআইইএস) করা হয়। তখন দেশে পরিবার প্রতি খরচ ছিল ১৫ হাজার ৭১৫ টাকা।
২০১৬ সালের পর এই প্রথম এ সম্পর্কিত কোনো প্রতিবেদ🔴ন প্রকাশ করল বিবিএস।
সারা দেশের ৭২০টি নমুনা এলাকায় এ জরিপ পরিচালনা করে বিবিএস। প্রতিটি নমুনা এলাকা থেকে দৈবচয়নের ভিত্তিতে ২০টি করে মোট ১৪ হাজ🌌া꧙র ৪০০ খানা থেকে তথ্য সংগ্রহ করে।
জরিপের প্রশ্নপত্রে মোট ১০টি সে🥀কশন রাখা হয়। ১০টি সেকশনের তথ্য সংগ্রহের জন্য একজন তথ্য সংগ্রহকারী প্রতিটি খানায় ১০ বার ভিজিট করেন।
২০২২ জরিপে ১ জꦰানুয়ারি ২০২২ থেকে 💟শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২০২২ সময়ে অর্থাৎ এক বছর ধরে তথ্য সংগ্রহ করে বিবিএস।