• ঢাকা
  • শুক্রবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৪, ২২ ভাদ্র ১৪৩১, ১ রবিউল আউয়াল ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্রতি পরিবারের খরচ বেড়ে দ্বিগুণ হয়েছে : বিবিএস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৩, ০৯:৪৩ পিএম
প্রতি পরিবারের খরচ বেড়ে দ্বিগুণ হয়েছে : বিবিএস
ছবি : সংগৃহীত

দেশে দারিদ্র্যের হা😼র কমলেও গত ছয় বছরে পরিবার প্রতি খরচ দ্বিগুণ হয়🐻েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বুধবার (১২ এপ্রিল) বিবিএস এ তথ্য প্রকাশ কর🍒ে। এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নꦦান, প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিবিএসের তথ্যমতে, পরিবারপ্রতি খরচ বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৫০০ টাকা। এ জরিপের সময়কাল ২০২২ সাল। সর্বশেষ যখন ২০১৬ সালে হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডღিচার সার্ভে (এইচআইইএস) করা হয়। তখন দেশে পরিবার প্রতি খরচ ছিল ১৫ হাজার ৭১৫ টাকা।

২০১৬ সালের পর ꦐএই প্র𝔉থম এ সম্পর্কিত কোনো প্রতিবেদন প্রকাশ করল বিবিএস।

সারা দেশের ৭২০টি নমুনা এলাকায় এ জরিপ পরিচালনা কর🍌ে বিবিএস। প্রতিটি নমুনা এলাকা থেকে দৈবচয়নের ভিত্তিতে ২০টি করে মোট ১৪ হাজার ৪০০ খানা থেকে💝 তথ্য সংগ্রহ করে।  

জরিপের প্রশ্নপত্রে মোট ১০টি সেকশন রাখা হয়। ১০টি সেকশনের তথ্য সংগ্রহের জন্য একজন তথ্য সংগꦍ্রহকারী প্রতিটি খানায় ১০ বার ভিজিট করেন।

💙২০২২ জরিপে ১ জানুয়ারি ২০২২ থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২০২২ সময়ে অর্থাৎ এক বছর ধরে তথ্য সংগ্রহ করে বিবিএস।

Link copied!