বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে বুধ ও বৃহস্পতিবার (৮ ও ৯ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্ꦯটির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ।
সোমবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।
নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে কর্নেল অলি বলেন, “সর্বস্তরের লোক𝐆দের প্রতি আমার অনুরোধ, আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমন্বয় করে বুধ ও বৃহস্পত🌼িবার অবরোধ কর্মসূচি সফল করুন। মেহেরবানি করে আগামী দিনগুলোতেও আমাদের সঙ্গে কর্মসূচিগুলো সুশৃঙ্খলভাবে ও শান্তিপূর্ণভাবে পালন করুন।”
কর্নেল অলি আরও বলেন, “এ সরকারকে বিদায় করতে হবে। একটু কষ্🌼ট করে হলেও দেশের সার্বভৌমত্ব ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনুন। সাধারণ জনগণের প্রতি আহ্বান, গাড়িগুলো রাস্তায় বের না করে আমাদের কর্মসূচি সফল করার জন্য সাহায্য করুন।”