রাজধানীর পল্লবীতে উত্👍তর কালশী স্কুলের সাবেক প্রধান শিক্ষক রশিদ মাস্টারকে প্রকাশ্যে জুতাপেটা ও মারধর করার অভিযোগ উঠেছে গোলাম মোস্তফা নামের 🦋এক বিএনপি নেতার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পল্লবীর ১২ নম্বর মুসলিম বাজারের প্রধ𝐆ান সড়কে এ ঘটনা ঘটে।
গোলাম🌜 মোস্তফা পল্লবী থানা বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সভাপত♏ি।
ভুক্তভোগী রশিদ মাস্টার বলেন, “আমি মুসলিম বাজারে আমার দোকানের সামনে দাঁড়িয়ে থাকার সময় মোস্তফাඣ মাস্টার ও তার লোকজন আমাকে দেখে ক্ষিপ্ত হন। একপর্যায়ে আমাকে জুতা ও ঝাড়ু দিয়ে পেটান। তারা আমার দোকান ও মুসলিম বাজার দখল করার জন্য এ ঘটনা ঘটিয়েছে।”
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল 💟ইসলাম বলেন, “ভুক্তভোগী রশিদ মাস্টার আমাকে ফোনে বিষয়টি জꦇানিয়েছেন। জিডি করার কথাও বলেন। থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”