রাজধানীর শ্যামপুরে একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে তিন জন দগ্ধ হয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) রাত আড়াইটার দিকꦏে শ্যামপুর সাততলা নীল বিল্ডিং নামেরꦿ একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন তুষার (৪০), জামাল (২৫) ও জামিল (২৪)।
দগ্ধ তুষারের ভাই মো. দিপু জানান, ওই ভবনের সাত তলায় থাকেন তুষার। আর ছয় তলায় 𝕴থাকেন জামাল। আর জামিল থাকেন জুরাইন বাগানবাড়ি এলাকায়। গতরাতে তুষারের বাসায় গিয়েছিলেন জামাল এবং জামিল। সেখানে তারা আড্ডা দিচ্ছিলেন। পরে সেখানে মধ্যরাতে বিস্ফোরণ হয়। এতে তাদের তিনজনের শরীরে দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, তুষারের শরীরের শতভাগ পুড়ে গেছে। 𒁃জামিলের ৫৫ শতাংশ এবং জামালের ৭৫ শতাংশ পুড়ে গেছে। তাদের তিনজনের অবস্থাই আশꦍঙ্কাজনক।