• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


স্বর্ণ ক্রয়-বিক্রয়ে বাজুসের নতুন সতর্কতা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৪:২১ পিএম
স্বর্ণ ক্রয়-বিক্রয়ে বাজুসের নতুন সতর্কতা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ♋সদস্যদের মাঝে ‘স্বর্ণ ক্রয় সতর্কীকরণ নোটিশ’ জারি করেছে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন অ্যান্টি স্মাগলিং অ্যান্ড ল অ্যানফোর্সমেন্ট। জুয়েলারি শিল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা, শৃঙ্খলা ও ব্যবসার মানন্নোয়ন এবং ক্রেতা-বিক্রে꧅তাদের সতর্কীকরণে এ উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন অ্যান্টি স্মাগলিং অ্যান্ড ল অ্যানফোর্সমেন্💫টের চেয়ারম্যান এনামুল হক খান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে সকল প্রকার স্বর্ণ ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতাকে সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্টদের বিনীত অনুরোধ করা হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুস সদস্যরা প্রয়োজনের তাগিদে দেশি-বিদেশি বা পুরাতন-নতু♛ন স্বর্ণালংকার কিনে থাকেন। কিন্তু কিছু ক্ষেত্রে নানাবিধ আইনি জটিলতার সম্মুখিন হন তারা। একাধিকবার সতর্ক করা সত্ত্বেও কোনো কোনো ব্যবসায়ী পুরাতন বা ব্যাগেজ রুলের স্বর্ণ কিনে নানারকম সমস্যার সম্মুখিন হচ্ছেন। এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণের লক্ষ্যে উল্লেখিত নিয়ম-কানুন অনুসরণ করে পুরাতন স্বর্ণ বা ব্যাগেজ রুলের স্বর্ণ কিনতে কঠোর নির্দেশনা দেওয়া হলো।

 

নির্দেশনাগুলো হলো:

পুরাতন স্বর্ণ কেনায় যে সব সতর্কতা অবলম্বন করবেন ব্যবসায়ীরা:

১. বিক্রেতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি থেকে নিজ দায়িত্বে উভয় পাশের ফটোক🔯পি রাখতে হবে।

২. বিক্রেতার বিক্রয়কৃত স♈্বর্ণালংকারের উৎস সম্🔴পর্কে জানতে হবে।

৩. বিক্রেতার সꦗ্বꦡর্ণালংকারের ক্রয় রশিদের কপি থাকতে হবে।

৪. মূল মালিক ব্যতিত কোনো প্রতিন♑িধির কাছ থেকে অলংকার ক্রয় করা যাবে না।

 

ব্যাগেজ রুলের আওতায় আনা স্বর্ণ কেনার ক্ষেত্রে যে সব সতর্কতা অবলম্বন করবেন ব্যবসায়ীরা:

১.𒀰 বিক্রেতার পাসপোর্টের মূল কপি থেকে নিজ দায়িত্বে ♒ফটোকপি করে রাখতে হবে।

২. বিক্রেতা যে দেশ থেকে স্বর্ণ নিয়ে এসেছেন, সেই দেশের ভিসার কপি এবং এক্সিট ও এন্ট্রি সিলের কপি ♚রাখতে হবে (মূল কপি থেকে নিজ দায়িত্বে ফটোকপি করে রাখতে হবে, এক্ষেত্রে বিক্রেতার কাছ🎀 থেকে উল্লেখিত ডকুমেন্টের কোনো ফটোকপি গ্রহণ করা যাবে না)।

৩. বিক্রেতার জাতীয় পর❀িচয়পত্রের মূল কপি থেকে নিজ দায়িত্বে উভয় পাশের ফটোকপি রা💟খতে হবে।

৪. প্রকৃত মালিকের কাছ থেকে স্বর্ণ কিনতে হবে।

৫. এয়ারপোর্টে ডিক্লারেশন বা ট্যাক্সের আওܫতায় থাকলে ট্যাক্স প্রদানের ডকুমেন্ট (মূল কপি সংরক্ষণ করতে হবে)।

৬. প্রয়োজনে বিক্রেতার পরিচয় যাচাই-বাছাই করতে হবে।

৭. পাসপোর্ট, জাতীয় পরিচয়ꦬপত্র এবং ট্যাক্স স্লিপে (পিওর গোল্ড ক্রয়ের ক্ষেত্রে) একই নাম, ঠিকানা আছে কি না, তা যাচাই করে নিতে হবে।

Link copied!