যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মꦗাহমুদকে দেখা🦹 গেল পিনাকী ভট্টাচার্যের সঙ্গে। সামাজিক মাধ্যমে এমন একটি ছবি পোস্ট করেছেন পিনাকী নিজেই। ফ্রান্সের রাজধানী প্যারিসে পিনাকীর সঙ্গে সাক্ষাৎ করেন আসিফ। বিষয়টি জানিয়ে পিনাকী লিখেছেন, “আসিফ আসছে প্যারিসে, আমার সাথে দেখা করতে।”
এর সঙ♉্গে যুক্ত করেছেন ভালোবাসার ইমোজি। এই ছবির নিচে একজন মন্তব্য করেছেন, প্রথমে ছবির আগে ক্যাপশন দেখে ভেবেছিলাম আসিফ নজরুল হবে, এখন দেখি মাহমুদ। আপনার সাথে নজরুলের কোলাকুলি অব🐼স্থার ছবি দেখতে চাই পিনাকীদা। এর উত্তরে পিনাকী লিখেছেন, আসিফ ভাই আসলেই হবে।
নেটিজেনরা বেশ গুরুত্বের সঙ্গেই এই সাক্ষাতের বিষয়টি নিয়েছেন। একজন লিখেছেন, ২৪-এর নায়ক পিনাকি দাদা ও আসিফ মাহমু𓆏দকে একসাথে দেখে মনটಌা ভরে গেল। বিপ্লবী সরকারের সফলতার জন্য পিনাকি দাদাকে কীভাবে সরাসরি কাজে লাগানো যায়, সে বিষয়ে আসিফ মাহমুদ গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করি। দুজনের জন্য অনেক অনেক শুভকামনা ও আশীর্বাদ রইল।
এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুকে নিজের ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, একটি লেকের পাড়ে দাঁড়িয়ে আছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘৫ ডিগ্রি সেলসিয়াসের শরৎকাল’। এ ছবিতেও অনেকে কমেন্টস করেছেন, তিনি সুইজারল্যান্ড গেছেন। এরপরই দেখা গেল তাকে প্যারিসে।