কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সেনা মোতায়েনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “সেন🏅া সদস্যরা সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছেন।”
রোববার (২৮ জুলাই) সকালে প্রধানমন্ত্রী গণভবনে বাং𝕴লাদেশে নিযুক্ত স্পেনের রা🍨ষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেক্রের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন।
পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্𝐆রধানমন্ত্রীর প্💯রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান।
প্রধানমন্ত্রী বলেন, “কোটা সংস্কারের দাবিতে বꦍৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাথমিকভাবে জামায়াত-শিবির সন্ত্রাসীরা লো-প্রোফাইলে (ঘাপটি) থাকলেও একপর্যায়ে ভয়ংকরভাবে আবির্ভূত হয়। যে প্রতিষ্ঠানগুলো সরকারের সফলতা ও উন্নয়নের প্রতীক, জনসেবামূলক সেসব প🔯্রতিষ্ঠানে হামলা করে সন্ত্রাসীরা।”
শꦆেখ হাসিনা বলেন, “কোভিড হাসপাতাল, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন এবং ডেটা সেন্টার; সবগুলো আমাদের উন্নয়নের প্রতীক। এসব প্রতিষ্ঠান জনগণকে সেবা দেয় এবং প্রতিষ্ঠানগুলো ধ্বংসে তারাই আসল ক্ষতিগ্রস্ত।”
এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, সাম্প্রতিক সংঘাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২১ জন মারা গেছেন বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “দলমত নির্বিশেষে সংঘাতে নিহত ও আহতদের সহযোগিতা✅ করছি।”
এ ছাড়া সহিংসতায় নিহতদের পরিꦺবারের সদস্য এবং আহতদের জীবন-জীবিকা এবং বিনামূল্যে আহতদের সুচিকিৎসায় ▨সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
শান্তি ও সমৃদ্ধির স্বার্থে সেনা মোতায়েন এবং কারফিউ আরোপের প্রশংসা করে স্পেনের জানান বলেন, 𝕴এখন ধীরে ধীরে সবকিছুর উন্নতি হচ্ছে। শান্তি ও অগ্রগতি নিশ্চিত করার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তিনি তা বোঝেন।
মারিয়া সিস্তিয়াগা আরও জানান, তিনি টেলিভিশনে সবকিছু দেখেছেন। তবে ভাষাগত পার্থক্যের কারণে সেগুলো বুঝতে পারেননি। তিনি সংবাদপত্ꦇর থেক🌳ে ধ্বংসাত্মক কার্যকলাপ ও সংঘাতের বিষয়টি জানেন।
বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য খাতে এবং সাম♏াজিক নিরাপত্তা খাতে বাজেট বরাদ্দের প্রশংসা করে স্প্যানিশ রাষ্ট্রদূত বলেন, “এসব বরাদ্দ জনগণের কল্যাণে সরকারের আন্তরিকতা নিশ্চ𒅌িত করে। এসব খাতে অনেক দেশে এ ধরনের আলাদা বাজেট সাপোর্ট থাকে না।”