অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মဣদ ই♓উনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (২২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কা🔜র্যালয়ে সৌজন্য সাক্ষাৎꦍ করেছেন তিনি।
৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগদান⭕ের জন্য সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেনꦓ প্রধান উপদেষ্টা।
আগামী ২৭ সেপ্টেম্বর তার উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃত🥃া দেওয়ার কথা রয়েছ🅺ে।
অন্তর্বর্তী সরকারের 💛প্রধানের নিউইয়র্ক সফরের প্রাক্কালে রোববার তার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান।