রাজধানীর মোহাম্মদপুরে পথচারীর জমা দেওয়া বাজারের ব্যা꧃গ খুলে অস্ত্র ও গুলি পেয়েছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, এদিন সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে একজন পথচারী মোহাম্মদপুর থানায় একটি ব্যাগ নিয়ে আসেন। সেই ব্যাগ খুলে একটি রিভলবার, ম্যাগাজিনসহ একটি পিস্তল, বিভিন্ন বোরের ৩৭টি গুলি, একটি হ্যান্ড মাইক ও ছোট একটি সিগনꦛ্যাল লাইট পাওয়া যায়।
ওই পথচারী পুলিশকে♏ জানান, ব্যাগটি তিনি থানার সামনের ফুটপাতে পরিত্যক্ত অবস্থায় পেয়েছেন।
অস্ত🧔্র ও গুলি উদ্ধারের ঘটনায় আ𓆏ইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।