ভারত থেকে 💙আমদানির ফলে কাঁচা মরিচের দাম কিছুটা কমে এসেছিল। গত কয়েক দিন রাজধানীর বিভিন্ন বাজারে কেজিতে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ টাকার ম🐻ধ্যে। মঙ্গলবার (৪ জুলাই) দাম বেড়ে ২৫০ থেকে ৩০০ টাকায় ওঠে। এরপর এক রাতের ব্যবধানে বুধবার (৫ জুলাই) সকাল থেকে ৫০০ থেকে ৬০০ টাকা ছাড়িয়ে যায় কাঁচা মরিচের দাম।
বুধജবার রাজধ🌄ানীর কারওয়ান বাজারসহ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
হাতিরপুল বাজারের সবজি ব🌟িক্রেতা আলম বলেন, “মঙ্গলবার ও তার আগের দিন কাঁচা মরিচের ২৬০ কেজিতে বিক্রি করেছি। কিন্তু দাম বাড়ায় আজ ৬০০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে।”
তিনি আরও বলেন, “মঙ্গলবার রাতে এক পাল্লা কাঁচা মরিচ কারওয়ান বাজার🌠ে ২ হাজার থেকে ২ হাজারᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ ১০০ টাকায় বিক্রি হয়েছে। বুধবার সকালে সেটা বেড়ে ২ হাজার ৩০০ টাকা থেকে ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এ জন্য বেশি দামে বিক্রি করতে হচ্ছে।”
এদিকে, দাম বেশি থাকায় অস্বস্তিতে পড়েছেন ক্রেতার✅া। মরিচের দাম নিয়ে এমন প্রেক্ষাপটে ক্রেতাদের পাশাপাশি চটেছেন খুচরা ব্যবসায়ীরাও। তারা বলছেন, কিছুদিন পর পর একেকটা পণ্যের মূল্য নিয়ে তামাশা চলছে।
একদিনের ব্যবধানে কীভাবে মরিচের দাম এমন অস্বাভাবিকভাবে বেড়ে যায়- তা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রেতারা। সিন্ডিকেট দাꦑম বাড়াচ্ছে বলে মনে করছেন অনেকে।
সম্প্রত✅ি কাঁচা মরিচের কেজি ৮০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত উঠে য🥀ায়। গত রোববার পর্যন্ত ভারত থেকে ১০৪ টন কাঁচা মরিচ আমদানি করা হয়। এতে রাজধানীর কোনো কোনো কাঁচাবাজারে কাঁচা মরিচের কেজি ২০০ থেকে ২৫০ টাকা কেজিতে নেমে আসে।