• ঢাকা
  • বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১৫ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বসুন্ধরা শপিংমলের ইনচার্জের বিরুদ্ধে যত অভিযোগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ০৩:৩৩ পিএম
বসুন্ধরা শপিংমলের ইনচার্জের বিরুদ্ধে যত অভিযোগ

রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের ইনচার্জ মহসিন করিমের পদত্যাগের এক দফা দাবিতে কাওরান বাজারে সড়ক আ😼টকে বিক্ষোভ করছেন ব্যবসায়ী ও দোকানকর্মীরা। বিক্ষোভে মহসিন করিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা।

বুধবার (২১ আগস্ট) সকালꦛ থেকে এ বিক্ষোভ শুরু করছেন তারা।

অভিযোগ করে বিক্ষোভকারীরা জানান, সরকারিভাবে শপিংমলের বেজমেন্টে কোনো প্রতিষ্ঠানের অনুমতি না থাকায় তারা লাইসেন্স–সংক্রান্ত কোনো কাজে সরকারি দপ্তরে গেলে ঝামেলা পোহান। এর আগে কোনো কিছু নিয়ে প্রতিবাদও করতে পারতেন না তারা। মার্কেট ইনচার্জ মহসিন করিমের কাছে কোনো সমস্যার কথাও বলা যেত না। তিনি দোকান বন্ধ করে দেওয়ার হুমকি ꦰদিতেন এবং খারাপ ব্যবহার করতেন।

বিক্ষোভে অংশ নেওয়া ফাহিমুর রহমান নামে এক ব্যবসায়ী বলেন, “এখন আন্দোলন ছাড়া কিছু হয় না। আন্দোলন করেই স্বৈরাচারী সরকারকে সরানো গেছে।🃏 তাই আন্দোলন করেই আমাদে🔯র দাবি আদায় করা যাবে। আমাদের সঙ্গে অনেক অন্যায়-অত্যাচার করা হয়েছে। তাই আমরা যৌক্তিক দাবি আদায় করেই আন্দোলন ছাড়ব।”

এদিকে,  রাস্তায় বিক্ষোভ করায় কাওরান, শাহবাগ, ফার্মগেট, সায়েন্সল্যাব, মিরপুর রোডসহ বেশিরভাগ সড়কেই তী𝐆ব্র যানজট সৃষ্টি 🐲হয়েছে।

এ প্রসঙ্গে তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্র্যাফিক) স্নেহাশিস কুমার দাস গণমাধ্যমকে বলেন, “বসুন্ধরা সিটি শপিং꧒ মলের ব্যবসায়ী, দোকানকর্মীরা বিক্ষোভ কারণে পাশপাশের যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। পান্থপথ ও সোনারগাঁও সিগন্য🃏াল পুরোটাই বন্ধ আছে।”

এর আগে সোমবার (১৯ আগস্ট) পান্থপথে রাসꦗ্তা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বসুন্ধরা সিটির দোকান মালিক-কর্মচারীরা। সেদিন মার্কেটের ইনচার্জের পদত্য🍬াগ ও দোকানের ভাড়া কমানোর দাবি জানান তারা।

Link copied!