ইরানে বাস দুর্ঘটনায় ২৮ পাকিস্তানি তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন। মঙ্গলবার রাতে ইরানের রাজধꦛানী তেহরান থেকে ৭০০ কিলোমিটার দূরে ইয়াজ⭕দি শহরে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (২১𒁏 আগস্ট) এক এক্স পোস্টে এ তথ্য জানিয়েছেন তেহরানের নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুদাচ্ছির টিপু।
পাকিস্তান গণমাধ্যম দ্য ডন জানায়, হতাহতরা সবাই জাইরিন সম💙্প্রদায়ের লোক। তারা একটি🦩 ধর্মীয় যাত্রায় অংশ নিয়েছিলেন।
এদিকে রেডিও পাকিস্তান জানিয়েছে, বাসটি ব্রেক 𓆉ফেইল করে দুর্ঘটনার কবলে পড়ে। হতাহতদের ইয়াজদির হাসপাতালে নেওয়া হয়েছে। বাসের বেশিরভাগ যাত্রীই লারকানা, ঘোটকি ও সিন্ধু প্রদেশের বিভিন্ন শহরের বাসিন্দা।
তেহরানের নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত জানান, শোকাবহ এ ঘটনার পর তিনি ইরান কর্তৃপক্ষের সহায়তা চেয়🔯েছেন।
এদিকে পাকিস্তান♊ে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদামও দুর্ঘটনায় ২৮ জন পাকিস্তানি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “দুঃখজনক খবরটি শুনে আমি অত্ꦗযন্ত হতাশ”