• ঢাকা
  • বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১৫ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ইরানে বাস উল্টে ২৮ পাকিস্তানি নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ০২:০৫ পিএম
ইরানে বাস উল্টে ২৮ পাকিস্তানি নিহত

ইরানে বাস দুর্ঘটনায় ২৮ পাকিস্তানি তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন। মঙ্গলবা❀র রাতে ইরানের রাজধানী তেহরান থেকে ৭০০ কিলোমিটার দূরে ইয়াজদি শহরে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (২১ আগস্ট) এক এক্স পোস্টে এ তথ্য জানিয়েছেন তেহরানের নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুদাচ্ছির টিপ♋ু।

পাকিস্তান গণমাধ্যম দ্য ড🌠ন জানায়, হতাহতরা সবাই জাইরিন সম্প্রদায়ের লোক। তারা একটি ধর্মীয় যাত্রায়🌸 অংশ নিয়েছিলেন।

এদিকে রেডিও পাকিস্তান জানিয়েছে, বাসটি ব্রেক ফেইল করে দুর্ঘটনার কবলে পড়ে। হতাহতদের ইয়াজদির হাসপাতালে নেওয়া হয়েছে। বাসের বেশিরভাগ যাত্রীই লারকানা, ঘোটকি ও সিন্ধু প্রদেশের বিভিন্ন শহরের বাস♋িন্দা।

তেহরানের নিযুক্ত পাকিস্তানের রꦚাষ্ট্রদূত জানান, শোকাবহ এ ঘটনার পর তিনি ইরান কর্তৃপকꦺ্ষের সহায়তা চেয়েছেন।

এদিকে পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদামও দুর্ঘটনায় ২৮ জন পাকিস্তানি নিহত হওয়ার বিষয়টি๊ নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “দুঃখজনক খবরটি শুনে আমি অত্যন্ত হতাশ”

Link copied!