ভুল করে থাকলে আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দ♎িন নাছিম। সম্প্রতি একটি বেসরকারি💃 টেলিভিশনের সঙ্গে টেলিফোনে এ কথা বলেছেন তিনি।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে স♔েটি ‘জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ’ শিরোনামে শেয়ার করা হয়েছে।
নাছিম বলেন, “প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি, অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমতা চাইতে আমাদের কোন♈ো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না—এ ধরনের গোঁড়ামি আ🔥মাদের ভেতরে কাজ করে না। এ ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়।”
বাহাউদ্দিন নাছিম বলেন, “অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ? ক🐈ীভাবে করবে? ভুলের জন্য জাতির কাছ🐼ে আমরা এই এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুলগুলো শুধরানোর পথ দেখাব।”
ছাত্র-জনতার অভ্যুত্থানে টানা ১৫ বছরের বেশি সময় শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় থাকা🔯 আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিনই শে💙খ হাসিনা ভারতে চলে যান। তারপর থেকেই দলটির নেতারা ও সাবেক মন্ত্রী-এমপিরা আত্মগোপনে আছেন। এরই মধ্যে, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে কয়েক শ মামলা হয়েছে।