বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। অন্যদিকে চলতি ২০২৪-২৫ অর্থবছরে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সম্প্রতি এডিবির প্রকাশিত🍸 এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে (এডিও) এই সংশোধনের তথ্য দেওয়া হয়।
এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক জুলাইღ ২০২৪-এ বলা হয়, শিল্প খাতের ধীর প্রবৃদ্ধির কারণে চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছয় দশমিক ছয় শতাংশ থেকে কমে সাড়ে ♏ছয় শতাংশ হতে পারে।
এ আগে গত এপ্রিলে ব🔥াংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ🦩্ধি ছয় দশমিক ছয় শতাংশের পূর্বাভাস দিয়েছিল এডিবি।
ম্যানিলাভিত্তিক ঋণদাতা সংস্থাটির এই পূর্বাভাস সরকারের ছ🌞য় দশমিক ৭৫ শতা𝓡ংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার তুলনায় কম।
সংস্থাটি আরও জানায়, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে বাংলাদেশে মাসিক মূল্যস্ফীতির হার দুই অঙ্কের কাছাকাছি ছিল। দেশে খাদ্যপণ্যের🌳 বেশি দামের ক🐲ারণে তা অব্যাহত থাকতে পারে।