ব্যাংক খাতে অনিয়মের বিরুদ্ধে 🧜ব্যবস্থ📖া নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বোর্ড রুমে এক সংব꧃াদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ড. আহসান এইচ মনসুর বলেন, “ব্যাংক খাতে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সেটি হবে অন𒊎িয়মে জড়িত ব্যক্তির বিরুদ্ধে, তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। কারণ প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে অনে꧒ক কর্মসংস্থানের বিষয় জড়িত। সেখানে অনেক লোক কাজ করেন।”
এস আলমের দখল করাসহ অন্যান্য দুর্বল ব্যাংকগুলোর পর্ষদ ভাঙার বিষয়ে তিনি বলেন, “দুর্বল ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা তাদের পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি বিবেচনাধীন। তবে হুট করে কোন🐼ো সিদ্ধান্ত নেওয়া হবে না।”
খেলাপি ঋণ প্রসঙ্গে গভর্নর বলেꦦন, “এনপিএল (খেলাপি) নিয়ে আমরা আন্তর্জাতিক মানদণ্ডে যেতে চাই। ব্যবসায়ীরা এটা করতে একটু সময় চেয়েছেন, তাদের দাবির ফলে প্রভাব পড়🐟বে রপ্তানি-আমদানিতে। আমরা বলেছি, এটা নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা করব। আমরা আন্তর্জাতিক মানদণ্ডে যাব, এতে সন্দেহ নেই।”
মূল্যস্ফীতি নিয়ে গভর্নর বলেন, “মূল্যস্ফীতি ৬-৭ মাসের মধ্যে কমে আসবে। মুদ্রানীতি খুব পরিবর্তন না হলেও একটু ‘টাইট’ করা হবে। মুদ্রা♏বাজার এখন ভালো অবস্থানে যাচ্ছে। ডলার ১২৫ টাকায় গেলেও এখন কমে ১২০/১২১ টাকায় এসেছে।”