ঘন কুয়াশার কারণে সিঙ্গাপুর, দোহা ও গুয়াংজু থেকে আসা বেসꦡরꦕকারি এয়ারলাইন্স ইউএস বাংলার তিনটি ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করেছে।
শনিবার (২০ জানুয়ারি) সকালে তথ্যটি করেছেন হজরত 💦শাহজালাল বিমানবন্💮দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
কামরুল ইসলাম বলেন, “টানা কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় সমস্যা হচ্ছিল। আজও একই ঘটনা ঘটেছে। সকাল ৭🔜টা থেকে ৮টা পর্যন্ত ঘন কুয়াশা ছিল। এজন্য সিঙ্গাপুর থেকে আসা ইউএস-বাংলার একটি বিমানের ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে।”
কামরুল ইসলাম আরও বলেন, ঘন কুয়াশার কারণে ঢাকার বিমানবন্দরে নিম্নমানের ফিজিবিলিটি ছিল। ফলে ⛦সেটি চট্টগ্রামে♋ গিয়ে সেখানে অবতরণ করে।”
বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, ইউএস বাংলাওর তিনটি ফ্লাইট ডাইভার্ট হয়েছে। এর মধ্যে একটি সিঙ্গাপুর থেকে আসা বাকি দুটি দোহা এবং গুয়াংজু থেকে এসেছিল। সেই দুটি ফ্লাইট ঢাকায় না নেমে সিলেটে অবতরণ করেছে।