• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কোটা আন্দোলনকারীদের প্রতি ১০ নির্দেশনা সমন্বয়কের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪, ০৩:৩২ পিএম
কোটা আন্দোলনকারীদের প্রতি ১০ নির্দেশনা সমন্বয়কের
কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। ছবি : সংবাদ প্রকাশ

সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষ⛦ম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে𒈔 ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটাপদ্ধতিকে সংস্কার করার দাবিতে আন্দোলন চলছে। বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে রাজধানীসহ সারা দেশেরই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি চালাচ্ছেন।

আন্দোলনকারীরা কীভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন তার কিছু দিকনির্🙈দেশনা দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্ব🌳য়ক প্যানেল। এ বিষয়ে ১০টি পয়েন্ট তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি খোলা বার্তা শেয়ার করেছেন কোটা আন্দোলনকারীর অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

১। বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা ও মহানগরে যারা আন🐬্দোলন সমন্বয় করছেন সবাই সংগঠিত হওয়ার জন্য আলাদা করে সমন্বয়ক কমিটি তৈরি করুন। দল, মত নির্বিশেষে সবার অংশগ্রহণের সুযোগ রাখুন। সবার কাছে গ্রহণযোগ্য নেতৃত্ব তৈরি করুন এবং সবার আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন। তবে আন্দোলনের স্বার্থে বিতর্কিত বা রাজনৈতিকভাবে প্রশ্ন উঠতে পারে এরকম কাউকে নেতৃত্ব পর্যায়ে রাখবেন না।

২। আন্দোলনকে কোনো একক বা মূল নেতৃত্বের ওপর নির্ভরশীল করবেন না๊। সবসময় বিকল্প নেতৃত্ব প্রস্তুত রাখুন। প্রথম দিকের নেতৃত্বে ওপর ঝামেলা হলেও তাহলে আন্দোলন স্তিমিত হবে না। নেতৃত্বে নতুন চেহারা আ🌸নার চেষ্টা করুন।

৩। ইন্টার্নালি সংগঠিত থাকুন। কিন্তু আন্দোলনকে কোনো সাংগঠনিক রূপ দেবেন না। কমিটিটা শুধু শৃঙ্খলা রক্ষার জন্য। আন্দোলনের স্বতঃস্ফূর্ত চরিত্র যেন বজায় থাকে। তবে কোনো পক্ষ অনুপ্রবেশ করে যাতে স্যাবোটেজ করতে না পারে এ বিষয়ে স𝄹তর্ক থাকবেন। আন্দোলন সব সময় শান্তিপূর্ণ ও অহিংস হবে।

৪। যে স্থানে কর্মসඣূচি করবেন, সেখানে আইনশৃঙ্খল꧙া বাহিনী যোগাযোগ করতে চাইলে তাদের সঙ্গে কোঅপারেট করুন। কিন্তু সব সিদ্ধান্ত আপনারাই নেবেন। কোনো ধরনের আপস করা যাবে না।

৫। সম্মিলিতভাবে আন্দোলন করার চেষ্টা করুন। জেলা বা মহানগরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাಞর্থীরা নিজেদের মধ্যে স꧋মন্বয় তৈরি করুন এবং একসঙ্গে বড় জমায়েত করার চেষ্টা করুন।

৬। কারও ওপর কোনো আঘাত বা হুমকি এলে স𒉰ম্মিলিতভাবে প্রতিরোধ করুন। ভয় পাবেন না। পিছিয়ে যাবেন না। সামনে এসে কথা বলুন। এখানে গোপনীয়তার কিছু নাই। আমাদের দাবি ও বক্তব্য সু🥃স্পষ্ট ও যৌক্তিক।

৭। বিশ্ববিদ্যালয় ও কলেজের সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে যুক্ত করুন। কর্মসূচিতে সাংস্কৃতিক আয়োজন রাখুন। জেলা ও মহানগরের নাগরিক সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করুন। কর্মসূচির আগেꦛ মাইকিং ও লিফলেটের মাধ্যমে ব্যাপক গণসংযোগ করুন। হলের রুমে রুমে, লাইব্রেরিতে প্রচার করুন।

৮। মিডিয়া ও সংবাদকর্মীদের সঙ্গে সুসম্পর্ক রাখুন। মিডিয়ার সামনে বুঝে শুনে কথা বলুন, যাতে মূল বক্তব্যের সঙ্গে সংগতিপূর্ণ থাকে। প্রোগ্রামে ও মিডিয়ায় আন্দোলন💟ের সঙ্গে সম্পর্ক নেই এরকম বক্তব্য বা স্লোগান দেবেন না।

৯। ঢাকার সঙ্গে সমন্বয় করে কর্মসূচি রাখার চেষ্টা 𒀰করুন। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানার যারা ব্যবহার করবেন তারা অবশ্যই ঢাকার সঙ্গে আলোচনা করে নেবেন।

১০। অর্থ সংগ্রহের জন্য সরাসরি ক্রাউড ফান্ডিং করুন। কোনো অনলাইন ౠমিডিয়া ব্যবহার করবেন না। অর্থের নিয়মিত হিসাব রাখুন এবং সমন্বয়ক টিমের কাছে হিসাব ক্লিয়ার রাখুন। কোনো প্রতিষ্ঠান থেকে অর্থ নেবেন না। কারও কাছ থেকে বেশি অঙ্ক🀅ের টাকা নেবেন না। রাজনৈতিক স্বার্থ আছে এরকম কারও কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা নেবেন না।

Link copied!