• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দেশে পৌঁছাল সিনোফার্মের ৫৪ লাখ টিকা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০৮:২৪ এএম
দেশে পৌঁছাল সিনোফার্মের ৫৪ লাখ টিকা

﷽চীন থেকে কেনা সিনোফার্মের ৫৪ লাখ ১ হাজা෴র ৩৫০ ডোজ করোনার টিকা ঢাকায় এসে পৌঁছাল।

শুক্রবার (১০ সেপ💧্টেম্বর) রাত ২টার দিকে টিকার এ চালꩵান দেশে এসে পৌঁছায়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচাল♉ক ডা. ছামসুল হক জানান, রাতে ঢাকায় চীনা দূতাবাসে নিযুক্ত ডেপু🎉টি চিফ অব মিশন হুয়ালং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে টিকা আসার খবরটি জানান। বেক্সিমকো থেকে দ্রুতই এসব টিকা দেশের সব প্রান্তে পাঠিয়ে দেওয়া হবে।

এদিকে আগামী সপ্তাহে আরও🎶 টিকা আসবে বলে জানিয়েছেন পরিচালক ডা. ছামসুলꦬ হক।

গত ১২ মে চীন সরকারের উপহার দেওয়া সিনোফার্মের ৫ লাখ করোনা টিকার ডোজ প্রথম দেশে আসে। এরপর থেকে ধাপে ধাপে চীন থেকে কেনা এবং উপহারের টিকা 🍷দেশে আসছে।

দেশে এখন টিকাদান কর্মসূচি চলছে। যার একটি বড় অংশকেই এ🧸 টিকা দেওয়া হচ্ছে। এছাড়া উভয় দেশ যৌথভাবে টিকা উৎপাদনের চুক্তিও করেছে।

এর আগে ৮ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। এরপর তা ব্য🔯বহারে অনুমোদন দ♑েয় বাংলাদেশও।

Link copied!