জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের স্বীকৃতি পেয়েꦉছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অফিসিয়াল চ্যানেল (//youtube.com/c/🌠bdbnp)।
Banglওadesh Nationalist Party-BNP নামের এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাওয়ায় আনুষ্ঠানিক স্বীকৃতিপত্র ও ক্রেস্ট পাঠিয়ে অভিনন্দন জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।
বর্তমಞানে চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা দুই লাখ ৩৭ হাজার।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানꦫ এ তথ্য নিশ্চিত করেন।
বিএনপ๊ি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডেဣর ভিডিও দলীয় কর্মী-সমর্থক ও জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে ধারাবাহিকভাবে ভিডিও লাইভ/আপলোড করা হয়।
আর এরই স্বীকৃতিস্বরূপ ইউটিউব কর্তৃপক্ষ Bangladesh Nationalist Party-BNP♛ কে তার ‘সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ নামের সিলভার প্লে বাটন ক্রেস্ট দিয়ে সম্মানিত করেছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউটিউব কর্তৃপক্ষের পাঠানো ’সিলভার প্লে বাটন ক্রেস্টটি’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগ🌜ী💎রের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় বিএনপি মহাসচিব সবাইকে বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্য💯ানেল (//youtube.com/c/bdbnp) সাবস্ক্রাইব করার আহ্বান জানান।
বিএনপির অফিসিয়াল ইউ🅘টিউব চ্যানেলের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 💮জানান তিনি।
ইউটিউবের সিলভার প্লে বাটন হস্তান্তরের সম🔯য় গুলশান কার্যালয়ে এ সময় আরও উপস্থিত ছিলেন, ꦐ;বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংবাদিক আতিকুর রহমান রুমন প্রমুখ।