আমরা সবসময় ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “কখনো পেছনের দরজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। জিয়াউর রহমান নির্বাচনে প্রহসন ও ভোট কারচুপির কালচ🌊ার (সংস্কৃতি) শুরু করেছে। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল।”
শনিবার (৭ মে) গণভবনে দলের কার্যনির্বাহী সং💮🍃সদের সভার সূচনা বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
ভোটের রাজনীতিতে আওয়𝓰ামী লীগ কখনো পিছিয়ে ছিল না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের ভোটের পারসেন্টেজ সবসময় বেশি ছিল। ষড়যন্ত্র করে আও♔য়ামী লীগকে পিছিয়ে রাখা হয়েছে। সব ষড়যন্ত্রকে পেছনে ফেলে আমরা এগিয়েছি।”
তিনি আরও বলেন, “একটি গোষ✃্ঠী আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে চায়। আমাদের অপরাধটা কী? আমরা কোথায় ব্যর্থ হয়েছি? জিয়া, এরশাদ, খালেদা, তারেক- সবাই মানুষ হত্যা করেছে। মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছে।”