রাজধানীর আদাবরের শেখেরটেকꦏ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে আব্দুল আজিজ (৩২) নামের এক যুবক নিহত হয়েছেনꦿ।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা💝 ঘটে।
আদাবর থানার উপপরিদর্শক (এসআই) ইকবা🦹ল হোসেন জানান, শেখেরটেক ৮ নম্বর রোডের বাজারের দুই ব্যবসায়ী গ্রুপের মারামারির একপর্যায়ে আজিজকে ছুরিক🃏াঘাত করা হয়। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সোয়া ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মরদেহ এখন সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে আছে। এ🤡খনো সুরতহাল সম্পন্ন হয়নি বলে জানান এসআই।
এসআই বলেন, “বাজারের সবজি ব্যবসায়ী অথবা মাছ ব্যবসায়ী দুই গ্রুপের মাঝে ঝামেলার কারণে এটা হয়েছে। আমাদের টিম কাজ করছে। কে ব🐼া কারা মেরেছে, তা জানার চেষ্টা চলছে। এ বꦿিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”