• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রেমিট্যান্সের নতুন রেকর্ড


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ০৭:০৪ পিএম
রেমিট্যান্সের নতুন রেকর্ড

সদ্য বিদায়ী ২০২১ সালে ꦇদেশের ইতিহাসে একক বছরে সর্বোচ্চ রে‌মিট্যান্সের রেকর্ড হয়েছে। সমাপ্ত বছরটিতে বৈধ উপায়ে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দুই হাজার ২০৭ কোটি ডলার। যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৮৯ হাজার ৩৬৭ কো‌টি টাকার বেশি।

তবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমি꧙ট্যান্স 𓄧কমেছে প্রায় ২১ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংক🀅ের তথ্য মতে, গত মাসে (ডিসেম্বর) দেশে ১৬৪ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্ꩲযান্স এসেছে।

এর আগে ২০২০ সালে একবছরে সর্বোচ্চ রে‌মিট্যান্স এসেছিল ২ হাজারꦉ ১৭৪ কোটি ডলার।

এদিকে চলতি অর্থবছরের (২০২১-২২) প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স কমেছে ২৭০ কোটি ডলার ไবা ২০ দশমিক ৯১ শতাংশ। এ সময়ে এবার এক হাজার ২৩ কোটি ꦰডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

রেমিট্যান্স বাড়াতে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ২ শতাংশ হারে প্র💦ণোদনা দেয় সরকার। রেমিট্যান্স প্রবাহ কমে য💟াওয়ায় তবে নতুন বছর থেকে এটি আরও বাড়ানো হয়েছে।

খাত সংশ্লিষ্টদের মতে, করোনাকালে দেশে রেমিট্যান্সেღর পরিমাণ বেশি আস𓂃ার কারণ হলো অনেকে অনিশ্চয়তা থেকে জমানো টাকা দেশে পাঠিয়েছেন।

এ সময় অবৈধ চ্যানেলগুলো 🃏বন্ধ থাকায় বাধ্য হ💃য়ে সবাই ব্যাংকিং চ্যানেল ব্যবহার করেছেন।

Link copied!