ইভ্যালির প🍒্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহান🐻গর হাকিম আতিকুল ইসলাম এ আদেশ দেন।
এ সময় আসামিপক্ষের শুনানি করেন আইনজীবী এম মনিরুজ্জ☂ামান আসাদ ও আইনজীবী জে আর খান রবিন। আর রাষ্ট্রপক্ষের শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আবদুল্লা🐎হ আবু।
এর ♛আগে শুনানির সময় কাঠগড়ায় রাসেলের সঙ্গে অন্য মামলার পুরুষ আসামি থাকার কারণে তার স্ত্রীকে সেখান থেকে নামিয়ে বেঞ্চে বসানো হয়।
আদালতে শুনানি শুরুর পর আসামিপক্ষের আইনজীবী আদালত থেকে সময় চান মাম🎶লার এজাহারের কপি পড়ার জন্য।
আদালত বলেন, “আপনার দায়িত্ব মামলার কপি নিয়ে এসে শুনানি𝕴 করা। আমার দায়িত্ব শুনানি শোনা। এখন কেন মামলার কপি চাইছেন? আপনাকে সময় দিতে আমার ﷽আপত্তি নেই, তবে এটা দৃষ্টিকটু দেখায়।”
পরে আদালত রাষ্ট্রপক্ষের কাছ থেকে একটি মামলার কপি চেয়ে দেখার সু꧙যোগ দেন। ম💝াঝের এই সময়টাতে অন্য মামলার শুনানি চলে।
এর আগে গত বুধবার (১৫ সেপ্টেম্বর) ই-কমার্স সাইট ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরি♋ন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলসহ ওই প্রতিষ্ঠানের বেশ কজন কর্মকর্তার বিরুদ্ধে গুল꧋শান থানায় প্রতারণা মামলা করেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা মো. আরিফ বাকের।
প🐭রে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করে র্যাব।