রাজধানীর চকবাজারে একটি আবাসিক ভবনে তৈরি হচ্ছিল দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের শিশুদের প্রসাধনী সামগ্রী। এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল পণ্যসহ মো. মনির হোসেন নামে একজনকে গ্রেপ🌱্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
মঙ্গলবার (🤡৫ অক্টোবর) বিকেলে গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকার▨ী পুলিশ কমিশনার (এসি) মো. ফজলুর রহমান এসব তথ্য জানান।
এ সময় নকল জনসন বেবি লোশন ১০২৮ পিস, নকল বেবি পাউডার ৪৩২ পিস, নকল বেবি শ্যাম্পু ৬০০ পিস ও একটি স্টিলের হলার সম্বলিত ๊ভে😼জাল প্রসাধনী তৈরির মেশিন জব্দ করা হয়।
গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান বলেন, “গ্রেপ্তার হওয়া মনিরের বিরুদ্ধে বিশেষ ক্𒉰ষমতা আইনে চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।”