আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়ম🍒নসিংহ,⛎ সিলেট ও চট্টগ্রামে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
সোমবার (২৮ মার্♉চ) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এ তথ্য জানান।
আফরোজা বলেন, “তা🃏পমাত্রা রোববারের তুলনায় আজ (সোমবার) একটু কম থাকবে। সারা ⛎দেশের তাপমাত্রাতেই একটু কমতি থাকবে।”
একইসঙ্গে গতকাল (রোববার) ও আজ দেশের অনেক জায়গায় ꦚবৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমবে বলেও জানান এ আবহাওয়াবিদ।
আফর𒊎োজা সুলতানা আরও বলেন, “দেশের আটটি বিভাগের মধ্যে ছয় বিভাগ ছাড়া বাকি𝔉 বিভাগগুলোতে আবহাওয়া শুষ্ক থাকবে।”
এর আগে রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্র🥀ীমঙ্গলে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সাগরে কোনো সতর্কতা নেই বলে জানান তিনি।