খোলাবাজারে ডলারের দাম ১১৫ টাকা ছাড়িয়ে গেছে। সোমবার (৮ আগস্ট) দুপুরের দিকে প্রতি ডল🌜ারের দাম ওঠে ১১৫ টাকা। এর আগে গত ২৬ জুলাই খোলাবাজারে ডলারের দর উঠেছিল ১১২ টাকা।
সোমবার খোলাব✨াজারে প্রতি ডলার ১▨০৮ থেকে ১০ টাকায় বেচাকেনা হচ্ছিল। সেখান থেকে বাড়তে-বাড়তে তা ১১৫ টাকায় পৌঁছে যায়।
এসময় খোলাবাজারের সঙ্𒈔গে ব্যাংকের আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সেও ডল﷽ারের দরও বেড়েছে।
সংশ্লিষ্টরা জানান, খোলাবাজার থেকে যে কেউ ডলার কিনতে পারেন। ব্যাংক থেকে কিনতে পাসপোর্ট এনডোর্সমে𒅌ন্ট করতে হয়। যে কারণে অনেকে এখন খোলাবাজার থেকে ডলার কিনে শেয়ারবাজারের মতো বিনিয়োগ করছেন, যা অবৈধ। &n🏅bsp;
এদিকে ডলারের কারসাজি রোধে খোল💧া বাজার ও এক্সচেঞ্জ হাউজগুলোতে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে কেন্দ্রীয় ব্যাংক। গত সপ্তাহ পর্যন্ত কারসাজির অপরাধে পাঁচ মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি ৪২টিকে শোকজ করা হয়েছে। এছাড়া লাইসেন্স ছাড়া ব্যবসা করায় ৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস🌜্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে।