• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জয়ের সূর্য । ফরিদা ইয়াসমিন সুমি


ফরিদা ইয়াসমিন সুমি
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩, ০৫:৪১ পিএম
জয়ের সূর্য । ফরিদা ইয়াসমিন সুমি

আর দশটা রাত্রির মতোই ছিল সেদিন
আকাশে ছিল চাঁদ, নক্ষত্রও ছিল
ছিল চৈত্ররাতের বাউল বাতাস আর
বুকে বোনা তোমারই দেয়া স্বপ্ন 
চোখেমুখে ছিল জয় ছিনিয়ে নেয়া দম্ভ।

হঠাৎ বুলেটে প্রকম্পিত হলো আকাশ 
কাপুরুষের মতো পেছন থেকে আঘাত
প্রতারণা আর নীলনকশাতে 
কূটচাল, নিঠুর বর্বরতায়
হায়েনাও যেন হার মেনে নিল,
মেনে নিল না-মানা হার!

কিন্তু ওরা জানে না কিছুই, 
জানে না ওরা নিগূঢ় সত্য,
আঘাতে মরে না বাঙালি 
রক্ত থেকে জন্ম নিয়েছে
কতশত বীরসেনানি !

বুক চিতিয়ে
রুখে দাঁড়িয়ে 
শুরু হলো পথচলা,
জয়ের সূর্য ছিনিয়ে নিয়ে 
এঁকে দিল টিপ সবুজ জমিনে
বাংলার মুক্তিরা!

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!