• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অনূদিত কবিতা

জল হাসে, নৌকা ভাসে


চৌধুরী জোসেন
প্রকাশিত: জুন ১৬, ২০২৪, ০৩:১০ পিএম
জল হাসে, নৌকা ভাসে

অনুবাদ : চৌধুরী জোসেন
মূল  : হাবীব ইমন

তুমি কাঁদোনি, কেঁদেছি আমি
কেঁদেছি রোজ, 
আজও আমার আত্মা কাঁদে 
আমি যেন রাত-দিন মাতাল ।

জল হাসে, নৌকা ভাসে 
স্বপ্ন বুনে, স্বপ্ন ভাঙে।

পৃথিবীর রঙ বদলায়নি 
রঙ বদলায় পাথরের হৃদয়, 
শুধু মুখোশের আড়ালে 
অন্য তরুণের হৃদয় হত্যা করে 
এটা কোনো গল্প বা কবিতা নয় 
এটি একটি সত্যিকারের গান, জীবনের সত্য।

দিনরাত মাতাল আমি 
তুমি আমাকে বলেছিলে যেতে
পানশালায়—সম্ভবত এখন 
জীবনের ধ্বংস খুঁজি পানশালার সুরে।

হন্তারক সে তরুণী বলেছিল, আমি তোমাকে ভালবাসি 
এখন সেই ভালবাসা চায় আমার মৃত্যু!

দীর্ঘস্থায়ী রোমান্স, দীর্ঘস্থায়ী প্রেম 
সবই আজ মৃত, সবই অভিনয়।

জল হাসে, নৌকা ভাসে 
স্বপ্ন বুনে, স্বপ্ন ভাঙে।

Link copied!