• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কবিতা

উপদ্রুত


আল ইমরান সিদ্দিকী
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩, ১১:৫৫ এএম
উপদ্রুত

ওষুধে নাকি কাজ হচ্ছে না। কমোডে ঢেলে ফ্ল্যাশ করে দিয়েছে। আমাকে বলেছে ‘কবিতা লিখে কী হয়?’ আমার নতুন লেখা কবিতাগুলি পড়ে মতামত দিয়েছে। তার মতামতের তেমন গুরুত্ব আমি দিই না তুমি জানো। কিন্তু তার প্রতি আমার অগাধꦉ মমতা, তার মতামতকে, তার কথাগুলিকে আমার কানে বাজাচ্ছে অবিরাম আর মনে পড়ে কিছুকাল আগের একটি ঘটনা: প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও সময়ের অভাবে যে রাস্তায় আমি যেতে পারি না, সে রাস্তা দিয়ে ফিরছিলাম। শীতের আগে কী অসামান্য প্রকৃতি! রাস্তার দুইপাশে ঘন গাছপালা। সবুজ-হলুদ-কমলা-লালে মুখর বনাঞ্চল। হেমন্তের একটি দিন। তবু আশি ডিগ্রি তাপমাত্রা। আমি গাড়ির কাচ নামিয়ে দিয়েছি। ভেবেছি নেমে কোথাও দাঁড়াবো কিছুক্ষণ। কিন্তু ওই অপরূপ গাছপালার ভিতর দিয়ে মরা প্রাণীর বিকট গন্ধ আসছিল। যেভাবে ভকভকিয়ে আসে গাড়ির কালো ধোঁয়া। আমার আর দাঁড়ানো হলো না, না গেল কাচ নামিয়ে রাখা। যত দ্রুত সম্ভব আমি সে 🌼জায়গা পেরিয়ে যেতে চেয়েছি, যত দ্রুততায় আমি পেরিয়ে যেতে চাই আমার কবিতা।

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!