• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


স্বাধীনতা । বঙ্গ রাখাল


বঙ্গ রাখাল
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩, ০৫:৩৭ পিএম
স্বাধীনতা । বঙ্গ রাখাল

একটি ফলক বানাবো বলে—বসে আছি দীর্ঘদিন
মাটির ফলক—হৃদয় ফলক কিংবা অভাবগ্রস্থ
কোন কাণ্ডারীহীন পরিবারের হতাশা ফলক।

ফলকের এই পাশে যে চিহ্ন রেখেছি আমি—
তোমার ফিকে হওয়া ছবি— যুদ্ধের আহ্বানে উত্তাল হৃদয়
কেবলি তুমি শান্ত এক ভেসে যাওয়া মেঘ
শোষকের সাথে গাধার ক্ষুরের মতো হাঁটা যায় কি?
এমনো শতেক প্রশ্নে শক্তির মতো বলতে হয়—
‘বিষণ্ণ লড়াই এসো শুরু করি আমরা চারজন।’
তবু জোটবাঁধা এই আমি চাই— স্বাধীনতা
চোখের পাতায় আসে না— ঘুম
শোষক কিংবা হায়েনার তীব্র চিৎকারে
মায়াবী দিনের কথাও ভাসে না মনে...

একদিন স্বাধীনতা চেয়েছিলাম আমি—ব্যাকরণ বুঝেনি তখন
বিভক্ত হৃদয় খোঁজে স্বাধী🃏নতা, স্বাধীনতা, স্বাধীনতা...পাগল ছাড়া কে কোথায়।

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!