চলছে অমর একুশে বইমেলা। আজ মঙ্গল🦋বার মেলার ২০তম💫 দিন। এদিন মেলায় এসেছে ৯৯টি নতুন বই।
এর মধ্য গল্পগ্রন্থ ১৫টি, উপন্যাস ১৯টি, প্রবন্ধ ২টি, কবিতার বই ২১টি, গবেষণ🌌াগ্রন্থ ১টি, ছড়া ১টি, শিশুসাহিত্য ২, জীবনী ১০টি, রচনাবলী ১, মুক্তিযুদ্ধ বিষয়ক ১টি, নাটক ১টি, বিজ্ঞান বিষয়ক ৩টি, ভ্রমণ বিষয়ক ২টি, ইতিহাস বিষয়ক ১টি, রাজনীতি ২টি, রম্য/ধাঁধা ১টি, ধর্মীয় ১টি, অনুবাদ ২টি, সায়েন্স ফিকশন ২টি, অন্যান্য ১১টি বই প্রকাশিত হয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক কী কী বই এসেছে মেলায়—