অমর♎ ဣএকুশে বইমেলায় প্রকাশনা সংস্থা ‘আদর্শ’কে স্টল বরাদ্দ না দেওয়াতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সেই সঙ্গে অবিলম্বে আদর্শ প্রকাশনীর স্টল করার অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ছাত্রসংগঠনটি।
শুক্রবার (২০ জানুয়ারি) ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ ও 𝄹সাধারণ সম্পাদক শোভন রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।
বিবৃতিতে ছাত্রসংগঠনটি জানায়, মাতৃভাষায় মতপ্রকাশের জন্য রক্তদানের ঐতিহাসিক প্রেক্ষাপটে যে প্রতিষ্ঠানকে গড়ে তোলা হয়েছিল, সেই প্রতিষ্ঠান আজ মতপ্রকাশের স্বাধীন𓄧ত🍃ার টুঁটি চেপে ধরছে। শুধু সরকার দলীয় মত থেকে ভিন্নমত প্রকাশিত হয়েছে, এমন তিনটি বই প্রকাশের জন্য আদর্শ প্রকাশনীর স্টল বাতিল করা হয়েছে। আগেও বহুবার বাংলা একাডেমি ভিন্নমত প্রকাশের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার নানা অপচেষ্টা চালিয়েছে।
বিবৃতিতে বলা হয়, এই ন্যক্কারজনক সিদ্ধান্ত থেকে অনুধাবন করা যায় যে সরকারের পক্ষ থেকে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতার যতই বুলি আওড়ানো হোক, স্বাধীন মতপ্রকাশের ওপর বাংলাদেশে আইনি ও আইনবহির্ভূত চাপ কতটা প্রকট। একদিকে ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানা নিবর্তনমূলক আইন তৈরি করে আইনি প্রক্রিয়ায় জনমানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে দমন করা হচ্ছে, অপরদিকে ভয়ভীতি দেখিয়ে, বই ও প্রকাশনাꦗ প্রকাশ ও বিক্রিতে নানামুখী প্রতিবন্ধকতা তৈরি করে সাংবাদিক, লেখক, সাহিত্যিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সবার মতপ্রকাশের অধিকারের কবর রচনা করা হচ্ছে।
বিবৃতিতে অবিলম্বে আদর্শ প্রকাশনীর স্টল করার অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনসহ ভিন্নমত প্রকাশের অধিকার সঙ্কুচিত করে,🥀 এমন সব আইন বাতিলের দাবিতে ও আইনবহির্ভূত প্রতিবন্ধকতা তৈরির অপচেষ্টার বিরুদ্ধে সব সচেতন গণতান্ত্রিক মহলকে❀ সোচ্চার আওয়াজ তোলার আহ্বান জানায় নেতারা।
অমর একুশে বইমেলা ২০২৩ এর জন্য ১২ জানুয়ারি বইমেলার স্টল বরাদ্দের তালিকা প্রকাশ করে বাংলা একাডেমি, যাতে বেশ কয়েকটি নতুন প্রকাশনা সংস্থা স্থান পেলেও ‘আ🍸দর্শ’র নাম নেই।
জানা গেছে, ফয়েজ আহমেদ তৈয়্যবের ‘অপ্রতি💯রোধ্য উন্নয়নের অভাবনীয় কথামালা’, ফাহাম আব্দুস সালামের ‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’ ও জিয়꧙া হাসানের ‘উন্নয়ন বিভ্রম’ বইগুলোর কারণে এবারের বইমেলাতে স্টল বরাদ্দের তালিকা থেকে বঞ্চিত হয়েছে আদর্শ।