বইবিষয়ক পত্রিকা ‘এবং বই’-এর ১৬তম সংখ্যা (৫ম বর্ষ, ২য় সংখ্যা) প্রকাশিত হয়েছে। লেখক, গবেষক ও সম্পাদক ফয়সাল আহমেদ সম্পাদিত এটি একটি নিয়মিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা✃। এতে রয়েছে প্রবন্ধ, বই আলোচনা, সাক্ষাৎকার, বই পরিচিতি, পাঠ-প্রতিক্রিয়া ও সাহিত্য সংবাদ। রয়েছে পশ্চিমবঙ্গের লিটল ম্যাগাজিন নিয়ে একটি আলোচনা ও কথাশিল্পী হরিপদ দত্তকে নিয়ে সাক্ষাৎকারভিত্তিক লেখা। এ ছাড়া রয়েছে কথাসাহিত্🔯যিক ও সাংবাদিক অরূপ তালুকদারের একটি দীর্ঘ সাক্ষাৎকার।
১১২ পৃষ্ঠার এবং বই-এর মূল্য ১০০ টাকা। খ্যাতিমান চিত্রকর সব্যসাচী হাজরার 💟নামলিপিতে এই সংখ্যার প্রচ্ছদ করেছেন রহিম রানা। চলতি সংখ্যার এবং বইতে লিখেছেন সৈয়দ কামরুল হাসান, আমিনুল ইসলাম, সুস্নাত চৌধুরী, রাজু বিশ্বাস, রাকিবুল রকি, জোবায়ের মিলন, নিয়াজ মাহমুদ, আতিকুর রহমান সৌরভ, ইলিয়াস বাবর, ফয়সাল আহমেদ ও জাকারিয়া মন্ডল।
পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ফয়সাল আহমেদ বলেন, "কাগজসহ প্রকাশনা-সংশ্লিষ্ট বিভিন্ন পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির মধ্যেও এবং বইয়ের এই🅰 নিয়মিত প্রকাশনার মূল শক্তি পাঠক। তাঁরা এবং বইকে ভালোবাসেন বলেই পত্রিকাটি এখনো টিকে আছে।"
সম্প্রতি পত্রিকাটির অনলাইন সংস্করণ যাত্রা করেছে। তবে ছাপা পত্রিকার লেখার সঙ্গে অনলাইন সংস্করণের ভিন্ন𝓀তা রয়েছে।