• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সানস্ক্রিনের বিকল্প হতে পারে ৩টি তেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২২, ১০:৫০ এএম
সানস্ক্রিনের বিকল্প হতে পারে ৩টি তেল

তীব্র রোদে ঘর থেকে বের হওয়া অনেক কঠিন। তাছাড়া রোদে ত্বক পোড়꧅ার একটা চ🦩িন্তা তো থাকেই। রোদের তীব্রতাকে দূরে সরিয়ে প্রতিদিন কর্মজীবীদের বের হতে হয়। ফলে রোদের তীব্রতা তাদের শরীরের পাশাপাশি ত্বকেও ক্ষতিকর প্রভাব ফেলে।

রোদে ত্বকে পুড়ে সানট্যানের সৃষ্টি হয়। এতে ত্বক কালচে কিংবা লালচে হয়ে যায়। 🍒এর থেকে সৃষ্টি হয় আবার চর্মরোগ। এ কারণে দিনের বেলা ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই সানস্ক্রিন෴ ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

বাজারে বিভিন্ন ব্র্র্যান্ডের নানা দামের সানস্ক্রিন বা সানব্লক পাওয়া যায়। তবে যারা কেমিক্যালের ভয়ে বাজারের প্রসাধনী ব্যবহার করতে ভ𒉰য় পান, তারা চাইলে ঘরোয়া উপাদানই সানস্ক্রিনের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে তিনটি তেল আপনাকে সানস্ক্রিনের বিকল্প হিসেবে কাজে দ♛েবে। 

চলুন♊ জেনে নেওয়া যাক সান🅺স্ক্রিনের বিকল্প ৩ তেল সম্পর্কে-

তিলের তেল ব্যবহার করুন

তিলের তেল ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি𒈔 থেকে রক্ষা করতে পারে। এজন্য রোদে বের 🧸হওয়ার আগে সানস্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারেন এই তেল। এতে থাকা ভিটামিন ই সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখে।

টি ট্রি অয়েল ব্যবহার করুন

টি ট্রি অয়েল বা চা গাছের তেলও❀ ত্বকের জন্য অনেক উপকারী। এই তেলও সানস্ক্রিনের বিকল্প হিসেবে কাজ করে। তাই ঘরে সানস্ক্রিন না থাকলে বের হওয়ার আগে ত্বকে লাগিয়ে নিতে পারেন এ তেল। এর অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য ত্বকের দাগ, চুলকানি, ব্রণের সমস্যা থেকেও মুক্তি দেয়।

অলিভ অয়েল ব্যবহার করুন

অলিভ অয়েল বা জলপাই তেলের স্বাস্থ্য উপকারিꦅতা অনেক। এই তেল সানস্ক্রিন হিসেবেও কাজ করে। এর সঙ্গে যদি আমন্ড অয়েল মিশিয়ে নিতে পারেন, তাহলে আরও ভালো ফল পাবেন। ত্বকের যত্ন💫ে এই দুটো তেলই বেশ উপকারী।

সূত্র: এনডিটিভি/হার জিন্দেগি

Link copied!