করোনাভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে মাস্ক, পিপিই কিটের ব্যবহার বেড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে এ-সংক্রান্ত বর্জ্যও। 🔯একবার ব্যবহারের পর বর্জ্য হিসেবে এগুলো ফেলে দেওয়া হয়। কিন্তু এবার এককালীন ব্যবহার করা মাস্ক দিয়ে তৈরি হয়েছে বিয়ের পোশাক। সুরক্ষায় যেখানে মাস্ক পরা হয়, সেখানে মাসꦺ্ক দিয়ে বিয়ের গাউন বানিয়ে এক ফ্যাশন ডিজাইনার গোটা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন।
এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে লন্ডনে🌌। ফ্যাশন ডিজাইনার টম সিলভারউড মাস্ক দিয়ে অভিনব এই পোশাক তৈরি করেছেন। লন্ডনে বিয়ের অনুষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা ওঠার প্রথম দিনেই সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের প্রথম বিয়ের অনুষ্ঠানে কনে পরেছেন মাস্কের তৈরি এই গাউন।
বিবাহবিষয়ক ওয়েবসাইট &lsq🎐uo;হিচড’-এর সহযোগিতায় বিশেষ এই গাউন তৈরি করেছেন টম। এতে ব্যবহার করা হয়েছে ১৫০০টি বাতিল মাস্ক। শুধু পোশাক তৈরি নয়, 🐲সবাইকে বিশেষ বার্তা দিতেই বিয়ের পোশাকটি তৈরি করেছেন বলে জানান টম।
টম আরও জানান, গাউনের ভেতরের দিকে ব্যবহার ক♏রা হয়েছে প্লাস্টিক পিপিই কিট।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে গাউনের ছবিটি ভাইরাল হয়েছে। লন্ডনের সে🎃ন্ট পলস ক্যাথিড্রালের সামনে মডেল জেমিমা হেমব্রো ওই গাউনটি পরে ফটো🎉শুট করার পরপরই এটি বেশি আলোচনায় আসে।
লন্ডনের সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের পরিচালক জানান, প্রতিদিন ১০ কোটির বেশ𓄧ি মাস্ক♔ ব্রিটেনে বাতিল করা হয়। সেই মাস্ক থেকে যদি এমন কিছু সৃষ্টি করা যায় তাহলে দূষণ অনেকটাই কমে যাবে।
সূত্র: দ্য টেলিগ্রাফ