• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বর্ষায় পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচতে করণীয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৪, ০৫:৫৪ পিএম
বর্ষায় পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচতে করণীয়
ছবি: সংগৃহীত

বর্ষাকাল মানেই স্যাঁতসেঁতে আবহাওয়া। এ সময় ঘরে পিঁপড়া, তেলাপোকা, কেঁচো, ছাড়াও নাম না জানা অনেকꦚ পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। যদি বাড়িতে শিশু ও বয়স্ক থাকে তাহলে কীটনাশক বা ওষুধের রাসায়নিক ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে ঘরোয়া উপায়ে পোকামাকড় দূর করতে হয়। আসুন জেনে নেই বর্ষা কীটনাশক ছাড়া কীভাবে ঘরের পোকামাকড় দূর𓃲 করা যায়-

  • প্রাকৃতিক কীটনাশক হিসেবে পরিচিত নিমপাতা ও কালোজিরা বেশ ভালো ফল দেয়। রান্নাঘরের কেবিনেট, আলমারি, বুক শেলফ, ঘরের বিভিন্ন তাক ও কেবিনেটে শুকনো নিমপাতা বা কালোজিরা কাপড়ে বেঁধে রেখে দিন। পোকামাকড় চলে যাবে।
  • তেলাপোকা ও পিঁপড়ার উপদ্রব এ সময় বেড়ে যায়। তাই সব সময় ঘর পরিষ্কার রাখুন। কোথাও খাবার পড়ে থাকলে তা পরিষ্কার করুন। প্রতিদিনের ময়লা নির্দিষ্ট স্থানে ফেলে আসুন। রান্নাঘর স্যাভলন ও ভিনেগার দিয়ে মুছে নিন। পিঁপড়ার উপদ্রব কমাতে জানালায় ও দরজায় বরিক পাউডার ঢেলে রাখুন।
  • ল্যাভেন্ডার অয়েল এর সুগন্ধও পোকামাকড় রোধে অত্যন্ত কার্যকর। বিশেষ করে, মশা-মাছি রোধে এই তেল খুব উপকারী। বোতলে এককাপ পানি নিয়ে তার মধ্যে তিন চামচ মতো ল্যাভেন্ডার তেল মিশিয়ে নিন। ভালো করে ঝাঁকিয়ে এই মিশ্রণই ছড়িয়ে দিন ঘরের নানা কোণায়।
  • বর্ষার সময় রান্নাঘরের সিংক ও বাথরুমের বেসিন বা কমোড দিয়ে বিভিন্ন পোকামাকড় উঠে আসে। এর থেকে রক্ষা পেতে গরম পানিতে স্যাভলন মিশিয়ে কয়েক দিন পরপর কমোড, বেসিন ও রান্নাঘরের সিংকে ঢালুন।
  • খাবার টেবিলে একটি পাত্রের মধ্যে মুঠো ভর্তি তুলসি পাতা রেখে দিন। মাছির উপদ্রব কমে যাবে।
  • নিমের তেল ঘরের কোণে ছিটিয়ে দিন রাতে। পোকামাকড়ের উপদ্রব কমবে।
  • মশা-মাছির তাড়ানোর জন্য কয়েক টুকরো কর্পূর আধকাপ পানিতে মিশিয়ে ঘরের এক কোণে রেখে দিন। রান্নাঘরে ঢাকনা দেওয়া ডাস্টবিন ব্যবহার করুন। এছাড়া শুকনা চা-পাতা পোড়ানো ধোঁয়া ছড়িয়ে দিন পুরো বাড়িতে। এতে মশা-মাছির উপদ্রব কমে যাবে।
  • একমুঠো পুদিনা পাতা প্রথমে পানিতে ফুটিয়ে নিন। তারপর ঠান্ডা করে ঘরের যে সব জায়গায় মাকড়সার জাল আছে সেখানে স্প্রে করুন। পুদিনার তেল ও পানির মিশ্রণও স্প্রে করতে পারেন।
  • কর্পূর ব্যবহার মশা, মাছি তাড়ানোর সবচেয়ে সহজ ও সাধারণ উপায়। কয়েক টুকরা কর্পূর আধা কাপ পানিতে ভিজিয়ে ঘরের এক কোণে রেখে দিলে মশা-মাছির উপদ্রব অনেক কমে যায়।
  • পিঁপড়া দূর করতে দরজা ও জানালায় বোরিক পাউডার ঢালুন। এছাড়া এক কাপ নারিকেল তেল নিয়ে তার সাথে কর্পূরের গুঁড়ো মিশিয়ে ঘরের বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিন।
Link copied!