• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পালং শাকের ঘন্ট রেসিপি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৫:০৪ পিএম
পালং শাকের ঘন্ট রেসিপি

শাক-সবজি তো নিয়মিত খেতেই হয়। পালং শাকে থাকে আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফ🔯সফরাস, জিংক, কপার ও প্রোটিন। এছাড়া আরও অনেক খাদ্যগুণ তো রয়েছেই। তবে একই রকমভাবে ☂প্রতিদিন শাক খেতে ইচ্ছা নাও হতে পারে। তাই মুগ ডাল দিয়ে বানিয়ে ফেলতে পারেন পালং শাকের ঘন্ট। চলুন রেসিপি জেনে নিই-

যা যা লাগবে

  • পালং শাক ১ মুঠা
  • মুগ ডাল ৫০ গ্রাম
  • জিরা ১ চা চামচ
  • আদা ১ ইঞ্চি
  • হলুদের গুঁড়া ১ চা চামচ
  • লবণ পরিমাণমতো
  • শুকনা মরিচ ২-৩টি ও
  • সরিষার তেল পরিমাণমতো।

যেভাবে বানাবেন
প্রথমে কড়াইতে তেল গরম করে নিন। এরপর জিরা ও শুকনা মরিচ ভেজে নিয়ে তার মধ্যে ভেজানো ও পানি ঝরানো মুগ ডাল ভেজে নিতে হবে। এরপর কম আঁচꦍে রেখে ডাল ভুনা করে নিন। এবার পালং শাক ভালো করে কেটে ধুয়ে নিন। তারপর ডালের মধ্যে মিশিয়ে দিন। এবার লবণ ও হলুদের গুঁড়া পরিমাণমতো মিশিয়ে দিতে হবে। মাঝারি আঁচে এবার রান্না করুন ৫-৬ মিনিট। এরই মধ্যে পালং শাক সেদ্ধ হয়ে এর থেকে বের হও🍰য়া অতিরিক্ত পানি শুকিয়ে যাবে। সবশেষে একটু আদা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নামিয়ে নিন।

Link copied!