• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শুরুর ৫২ বছর পর পিএইচডি ডিগ্রি অর্জন


কর্ডেলিয়া বিশ্বাস
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ১০:০৭ পিএম
শুরুর ৫২ বছর পর পিএইচডি ডিগ্রি অর্জন

নিক অ্যাক্সটেন ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শুরু করেন। তখন তার ব🌳য়স ছিল ২৪ বছর। তার থিসিসের বিষয় ছিল গাণিতিক সমাজবিদ্যা। কিন্তু পাঁচ বছর পর পিএইচডি অসমাপ্ত রেখেই তিনি যুক্তরাজ্যে ফিরে আসেন। তবে তার উচ্চ শিক্ষার নেশা কাটেনি। অবশেষে শুরুর ৫২ বছর পর ২০২২ সালে ব্রিস্টল বিশ্ববিদ𒅌্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন তিনি। ততদিনে তার বয়স ৭৬ বছর।

নিক এখন দুই সন্তানের জনক ও চার নাতি-নাতনির দাদু। তার এবারের থিসিসের বিষয় ছিল ‘মানুষের আচরণ বোঝা’। ব্রিস্টল বিশ্ববিদ্যালয় যখন তাকে ডক্টর অব ফিলসফি সম্মান প্রদান করে, তখন তার সঙ্গে ছিলেন স্ত্🅰রী ক্লেয়ার অ্যাক্সটেꦐন ও ১১ বছরের নাতনি ফ্রেয়া।

নিক ২০১৬ সালে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অধীনে ⛄পিএইচডি শুরু করেন। যা সম্পন্ন হ✱য় ২০২২ সালে।

নিজের অভিজ্ঞতা সম্পর্কে ড. সিক বলেন, “পিএইচডি অন্য ছাত্রদের বয়স ছিল ২৩ বছরের মধ্যে। কিন্তু তারা আমাকে তাদের একজন হিসেবে গ্রহণ করে নিয়েছে। তারা খুবই বুদ্ধ🦩িমান এবং তাদের সঙ্গে কথা ভালো লাগতো।”  

ড. নিক আরও জানান, তিনি পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ে ফুলব্রাইট স্কলারশিপ পেয়েছিলেন। কিন্তু তার গবেষণার বিষয় ছিল খুবই কঠিন। যার কারণে ৫০ বছর প💞িছিয়ে গিয়েছে পিএইচডি অর্জন।

সূত্র : বিবিসি।

Link copied!