• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


লাইভে থাকা সাংবাদিকের কাঁধে বসল টিয়া, নিয়ে গেল ইয়ার-ফোন


আসিফ মাহমুদ
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২, ০৩:৩৫ পিএম
লাইভে থাকা সাংবাদিকের কাঁধে বসল টিয়া, নিয়ে গেল ইয়ার-ফোন

কার কিসে আকর্ষণ থাকে বলা মুশকিল! আমাদের পছন্দের টিয়া পা💖খি আজকাল নজর দিচ্ছে ইয়ার-ফোনের দিকে। তবে কেন সে এই কাজ করছে, তা অবশ্য তদন্তের দাবি রা𝔉খে।

ঘটনাটি ঘটেছে চিলির এক সাংবাদিকের সঙ্গে। সম্প্রতি ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে লাইভ দিচ্ছিলেন নিকোলাস ক্রাম। হঠাৎ তার কাঁধে এসে বসে সুন্দর এক টিয়া পাখি। এ♈কটু আশ্চর্য ♈হলেও, টিয়া পাখির সঙ্গে আদুরে সমঝোতা করে নিলেন তিনি। ‘তুমি বসে থাকো, তবে আমার লাইভ আমাকে দিতে দাও’ এমন একটি ভাব প্রকাশ পাচ্ছিল প্রথমদিকে।

তবে সাংবাদিকের মনোযোগ নিতে না পারায়, একটু জ্বালাতন করার সিদ্ধান্ত নিয়ে নিল দুষ্টু টিয়াটি। লাইভে ঘটনার ব্যাখ্যা দিতে থাকা সাংবাদিকের কান থেকে সে ছিনিয়ে নিয়ে গেল ইয়ার-ফোন। এরপর ডানা ঝাপটে চলে গেল বেশ খানিকটা দূরে। এ🍸𝓀বার আর তাকে পায় কে!

ছোট্ট টিয়ܫা পাখিটি কিন্তু তার পরিকল্পনায় বেশ সফল হয়েছে। আরটিই নিউজের টুইটার ভিডিওতে দেখা যায়, শুধু সাংবাদিককে না, স্বয়ং ক্যামেরাম্যানকেও নিজের পিছু ছুটিয়েছে সে। আর এই ঘটনার পর পুরো বিশ্বের মনোযোগ পেয়ে গেল টিয়াটি। বলা বাহুল্য, টিয়ার গুণে ভাইরাল সাংবাদিকও।

যাইহ💖োক, পরে সন্ধান মিলেছে ইয়ার-ফোনের। পাখিটি কাছেই 🎐ফেলেই যায় সেটি। নিকোলাস নিজেই জানিয়েছেন এই খবর।

Link copied!