• ঢাকা
  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঘরেই বানিয়ে ফেলুন প্রাকৃতিক স্ক্রাব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪, ০৩:২৫ পিএম
ঘরেই বানিয়ে ফেলুন প্রাকৃতিক স্ক্রাব
স্ক্রাব ব্যবহার করলে ত্বকের মৃত কোষ, ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস দূর হয়। ছবি : সংগৃহীত

স্ক্রাব ব্যবহার করার ফলে ত্বকের মৃত কোষ, ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস দূর হয়। কিন্তু বাজার থেকে ক🌸েনা স্ক্রাব ব্যবহার করলে তার মধ্যে নানা ধরনের রাসায়নিক উপাদান ত্বকের ক্ষতি করতে পারে। তাই ঘরেই বানিয়ে ফেলুন প্রাকৃতিক স্ক্রไাব। কী ভাবে করবেন?

ওটমিল এবং দুধ

আধ কাপ দুধের মধ্যে ৪ টেবিল চামচ ওটমিল মিশিয়ে নিন। দুধের মধ্যে থাকা ল্যাক্টিক অ্যাসꩵিড দেহের অবাঞ্ছিত কালচে দা💃গ দূর করতে সাহায্য করে।

লেবু এবং চিনি

লেবুর রসের সঙ্গে ২🃏 টেবিল চামচ চিনি মিশিয়ে নিন। চাইলে এর মধ্যে মধুও মিশিয়ে নিতে পারেন। গোসলের আগে ভালো করে গায়ে ঘষে নিন। লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড পিগমেন্টেশন🦩ের সমস্যা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

টক দই এবং হলুদ

ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে টক দই এবং কাঁচা হলুদের মিশ্রণ দারুণ ꧙কাজ করে। গোসলের🍃 আগে নিয়মিত ব্যবহার করলে কনুই, হাঁটুর কালচে দাগ দূর হবে।

কফি এবং নারকেল তেল

ত্বকে জমা মৃত ক𒅌൲োষ দূর করতে কফি এবং নারকেল তেলের স্ক্রাব ব্যবহার করা যেতে পারে। কালচে দাগ দূর করার পাশাপাশি ত্বক মোলায়েম করতেও দারুণ উপকারী এই টোটকা।

টমেটো এবং চিনি

পাকা টমেটো চটকে তার সঙ্গে চিনি মিশিয়ে নিন। গোসলের আগে সারা♌ দেহে মেখে রাখুন এই টমেটোর স্ক্রাব। ত্বক স্পর্শকাতর হলে খুব বেশি চ🤡াপ দিয়ে ঘষার প্রয়োজন নেই।

Link copied!