রান্নাঘরের না🎃না জিনিসপত্রের মধ্যে সবচেয়ে বেশি নোংরা হয় মশলার কৌটা গুলো। আবার কর্মব্যস্ত মানুষের পক্ষে এসব জিনিস প্রতিদিন পরিষ্কার করেও উঠা হয় না। ফলে মশলার কৌটাকে কয়েকদিন পরিষ্কার না করলেই তেলচিটে ভাব চলে আসে। শ༒ুধু পানি দিয়ে ধুয়ে নিলেই চিটচিটে ভাব কাটে না। আবার ঠিকমতো পরিষ্কার না করলে তেলচিটে একটা গন্ধও হয়। তাই তখন এগুলোকে পরিষ্কার করার প্রয়োজন হয়ে পড়ে। জেনে নিন মশলার কৌটোয় তেলেচিটে ভাব কেন হয়-
নারকেল তেল
কৌটার গায়ে নারক♑েল তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। হালকা গরম পানিতে কয়েক ফোঁটা তরল সাবান মিশিয়ে রাখুন। তারপর কাপড় কিংবা স্পঞ্জ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।
বাসন মাজার তরল সাবান
গরম পানিতে বাসন মাজার তরল সাবান মিশি🐟য়ে কৌটায় ভরে নিন। কিছুক্ষণ এভাবে রেখে দিন। তারপর ভালো করে ঝাঁকিয়ে ধুয়ে ফেলুন। বাড়িতে বোতল পরিষ্কার করার ব্রাশ থাকলে আরও ভালো। তা হলে সেই ব্রাশ দিয়ে বোতল ও কৌটা ঘষে ঘষে পরিষ্কার কর🤪ে নিতে পারবেন।
টুথপেস্ট
দাঁত মাজা ছাড়াও টুথপেস্𓃲টের আরও একটি কাজ হল হেঁশেলের এই তেলচিটে ভাব দূর করা। শুকনো কৌটোর গায়ে মাজন মাখিয়ে রেখে দিন বেশ কিছু ক্ষণ। শুকনো সুতির কাপড় দিয়ে ঘষে মুছে ফেলুন। একদম ঝকঝক করবে।