• ঢাকা
  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঘরোয়া উপায় দূর করুন চোখের নিচের কালি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৪, ০৩:৩৮ পিএম
ঘরোয়া উপায় দূর করুন চোখের নিচের কালি
ছবি প্রতীকী

সারা দিন ল্যাপটপের সামনে বসে কাজ, বাড়ি ফিরে সিনেমা দে♒খা, রাত জেগে বই পড়া, তার উপর নানা উদ্বেগ, টেনশন তো আছেই। এই সব কিছুর প্রভাব শুধু শরীরের ওপর নয়, চোখের নিচেও পড়ে। চোখের নিচে কালো দাগছোপ জাঁকিয়ে বসে। প্রসাধনীর ব্যবহারেও ত൲া ঢাকা যায় না। চোখের নিচের কালো দাগছোপ তুলবেন কী ভাবে, তা জানা আছে?

টি ব্যাগ

প্রতিদিন সকালেই চা খাওয়া হয় আমাদের। সেই টি ব্যাগগুলি ফেলে দেবেন না। টি ব্যাগের গুণেই চোখের নিচের কালি মুছে যাবে। গ্রিন টিতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা ত্বককে ভিত꧙র থেকে মসৃণ করে তোলে। ফলে যে কোনো দাগ সহজেই দূর হয়।

টোমেটোর রস

চোখের নিচের কালি তুলতে পার্লারে ছোটার দরকার নেই। বাড়িতে যদি থাকে টোমেটো, তাহলে আর কোনো চিন্তা নেই। টোমেটোর রস তৈরি করে তার মধ্যে খানিকটা লেবুর রস মিশিয়ে নিয়ে 𝄹চোখের নিচে লাগাতে পারেন। উপকার পাবেন।

অ্যালোভেরা জেল

ত্বকের যে কোনো সমস্যার সমাধানে অ্যালোভেরা জেল সত্যিই দারুণ কাজ করে। চোখের নিচের দাগছোপ তুলতেও ব্যবহার করতে পার𒉰েন অ্যালোভেরা জেল। এতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ‘ডার্ক সার্কল’ দূরে করে।

Link copied!